দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গার দুটি আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে।
রোববার (৭ জানুয়ারি) রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা বেসরকারিভাবে তাদের বিজয়ী ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা-১ আসনে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযুদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৯৬ হাজার ২৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালা পেয়েছেন ৫৯ হাজার ১৮০ ভোট। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৮৩ হাজার ৯৮০।
চুয়াডাঙ্গা-২ আসনে হাজী আলী আজগার টগর নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ৭ হাজার ৫৯৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাসেম রেজা স্বতন্ত্র প্রতীক ট্রাক ৫৮ হাজার ৮৯৫ ভোট পেয়েছেন। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৬৬ হাজার ৯৮।
এদিন সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ