ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

কিশোরগঞ্জ-৬:  বেসরকারিভাবে জয়ী পাপন

প্রকাশনার সময়: ০৮ জানুয়ারি ২০২৪, ০০:২১

কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

রোববার (৭ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে এই ফলাফল জানান ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা একেএম গোলাম মোর্শেদ খান।

কিশোরগঞ্জ-৬ আসনে মোট ১৪২টি কেন্দ্রে মোট ভোটার ৩ লাখ ৯৮ হাজার ৩১৯ জন। ফলাফলে নৌকা প্রতীকে ১ লাখ ৯৮ হাজার ১৫৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন নাজমুল হাসান পাপন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী ফ্রন্ট থেকে মোমবাতি প্রতীকে হাজী মো. রুবেল হোসেন ৩ হাজার ২০৬ ভোট পেয়েছেন।

এ ছাড়া জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে নুরুল কাদের সোহেল পান ৩ হাজার ৬৫ ভোট।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ