ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টাঙ্গাইল-৭: বেসরকারিভাবে বিজয়ী নৌকার শুভ

প্রকাশনার সময়: ০৭ জানুয়ারি ২০২৪, ২৩:১৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী (নৌকা) খান আহমেদ শুভ।

রোববার (৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ভোটগ্রহণ ফলাফল কেন্দ্র (উপজেলা পরিষদ কনফারেন্স রুম) থেকে বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করেন মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শাকিলা বিনতে মতিন।

আওয়ামী লীগের প্রার্থী (নৌকা) খান আহমেদ শুভ ৮৮৩৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মীর এনায়েত হোসেন মন্টু ট্রাক প্রতীকে ৫৭২৩১ ভোট পেয়েছেন।

এ ছাড়া নির্বাচনে অংশগ্রহণকারী অন্যান্য প্রার্থী বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির গোলাম নওজব চৌধুরী হাতুড়ি প্রতীকে ২৬৫, কৃষক শ্রমিক জনতা লীগের মো. আরমান হোসেন তালুকদার গামছা প্রতীকে ১৩৪০, জাতীয় পার্টির জহিরুল ইসলাম জহির লাঙল প্রতীকে ৩৬৮, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) মো. মঞ্জুর রহমান মজনু মশাল প্রতীকে ১৫৩, জাকের পার্টির মো. মোক্তার হোসেন গোলাপ ফুল প্রতীকে ৫১২ ও বাংলাদেশ কংগ্রেসের রূপা রায় চৌধুরী ডাব প্রতীকে ১০৫ ভোট পেয়েছেন।

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৪৮ হাজার ৩৬৭ এবং বাতিল হওয়া ভোটের সংখ্যা ২৪০১। সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ১ লাখ ৫০ হাজার ৭৬৮। শতকরা ভোটের হার ৪২.০৬।

আহমেদ শুভ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ আসনে আমাকে উপনির্বাচনে প্রথম নৌকা দিয়ে পাঠান এবং এখানকার জনগণ আমাকে ভোট দিয়ে এবারও জয়ী করেছেন। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সকলের প্রতি কৃতজ্ঞ। এ সময় তিনি মির্জাপুরকে আরও সুন্দরভাবে গড়ে তোলারও প্রতিশ্রুতি দেন।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ