ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

গুরু-শিষ্যের লড়াইয়ে জিতলেন মহারাজ

প্রকাশনার সময়: ০৭ জানুয়ারি ২০২৪, ২২:৫৫

পিরোজপুর-২ আসনে গুরু-শিষ্যের লড়াইয়ে শিষ্যের জয়। বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজ।

জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ও ১৪ দলীয় জোটের শীর্ষ নেতা সাতবারের সংসদ সদস্য নৌকা প্রতীকের প্রার্থী আনোয়ার হোসেন মঞ্জুকে হারিয়ে বিজয়ী হয়েছেন মহিউদ্দিন মহারাজ। এক সময় আনোয়ারের মঞ্জুর একান্ত ব্যক্তিগত কর্মকর্তা ছিলেন।

ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজ পেয়েছেন ৯৪৫৪৪ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের আনোয়ার হোসেন মঞ্জু পেয়েছেন ৬১৯৯৬ ভোট।

পিরোজপুর-২ (কাউখালী-ভান্ডারিয়া-নেছারাবাদ) আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৮৪ হাজার ৪শত ৯৩ জন।

কাউখালী উপজেলায় থেকে মহিউদ্দিন পেয়েছেন ১৩২৭০ ভোট, আনোয়ার হোসেন মঞ্জু পেয়েছেন ৯৮৭৪ ভোট। ভান্ডারিয়া উপজেলায় ঈগল প্রতীক পেয়েছেন ৪০৬০৭ ভোট, নৌকা প্রতীক পেয়েছেন ২৬০৬১ ভোট। নেছারাবাদ উপজেলা থেকে মহিউদ্দিন পেয়েছেন ৪৫৮৪৬ ভোট এবং আনোয়ার পেয়েছেন ৩৪৫৯৮ ভোট।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তি, শৃঙ্খলাভাবে একটানা ভোট অনুষ্ঠিত হয়েছে। তবে ভোটার উপস্থিতি ছিল কম। কেন্দ্রগুলোতে পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের উপস্থিতি বেশি ছিল।

মহিউদ্দিন মহারাজ বলেন, আমাকে নির্বাচিত করায় এই আসনের সাধারণ মানুষ ভোটার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি ঋণী। আমি আপনাদের মানুষ, যতদিন বেঁচে আছি আপনাদের পাশে থেকে সেবা করে যাবো। এই আসনে উন্নয়নের যে বৈষম্য সৃষ্টি হয়েছিল আমি তা দূর করবো।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ