ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শতভাগ আশাবাদী হয়েও হেরে গেলেন মাহিয়া মাহি

প্রকাশনার সময়: ০৭ জানুয়ারি ২০২৪, ২২:৪৯

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে চলছে গণনা। ইতোমধ্যেই প্রকাশ করা হয়েছে ১৫৫টি আসনের ফলাফল। যার মধ্যে আছে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনও।

তবে এ আসন থেকে জয়ী হতে পারলেন না ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়া চিত্রনায়িকা মাহিয়া মাহি। জয় নিয়ে শতভাগ আশাবাদী থাকলেও শেষ পর্যন্ত ৮ হাজারের কিছু বেশি ভোট পেয়ে পরাজিত হন মাহি।

রোববার (৭ জানুয়ারি) রাতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দেওয়া বেসরকারি ফলাফলে দেখা যায়, মাহির প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী ওমর ফারুক চৌধুরী পেয়েছেন ৮৬ হাজার ৮৪৬ ভোট। আর ৭৪ হাজার ২৬১ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী গোলাম রাব্বানী। আসনটিতে মোট ভোটার ৪ লাখ ৪০ হাজার ২১৮ জন।

বরেন্দ্রর পোড়ামাটি তানোর ও গোদাগাড়ী উপজেলা নিয়ে রাজশাহী-১ সংসদীয় আসন। আসনটির তিনবারের নৌকা প্রতীকের এমপি ওমর ফারুক চৌধুরী। এবারও তিনি নৌকা প্রতীকে মনোনয়ন পান। মাহিও চেষ্টা করেছিলেন নৌকার মাঝি হতে। নৌকা প্রতীক না পেয়ে তিনি ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেন। আসনটিতে মোট ১১ জন নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেন।

এদিকে ভোটের দিন সকালেই ভোটকেন্দ্রে উপস্থিত হন এই চিত্রনায়িকা। কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটের সব কার্যক্রম পর্যবেক্ষণ করেন তিনি। এ সময় কেন্দ্রের নানান বিষয় নিয়ে গণমাধ্যমে কথাও বলেন মাহি।

নির্বাচনে জয়-পরাজয় প্রসঙ্গে মাহি বলেন, নির্বাচনের ফলাফল যাই হোক কেন, আমি মেনে নেব। পাশাপাশি আল্লাহ না করুন আমি যদি ফেলও করি, আগামীকাল এলাকাজুড়ে শোডাউন করবো। কারণ, আমার এলাকার জনগণকে আমি জানান দিতে চাই, নির্বাচনে পাশ করলেও আপনাদের সঙ্গে থাকতাম। হেরে গেলেও আপনাদের পাশে আছি।

নয়া শতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ