ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম-১: বেসরকারিভাবে বিজয়ী নৌকার মাহবুব

প্রকাশনার সময়: ০৭ জানুয়ারি ২০২৪, ২২:০৮ | আপডেট: ০৭ জানুয়ারি ২০২৪, ২২:১১

দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী মাহবুব উর রহমান রুহেল।

রোববার (৭ জানুয়ারি) রাত ৮টায় মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহফুজা জেরিন তার কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে জানা গেছে, মাহবুব উর রহমান রুহেল ৮৯০৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিন পেয়েছেন ৫২৯৯৫ ভোট।

জানা গেছে, মিরসরাই আসনে মোট ভোটার ৩ লাখ ৬৬ হাজার ৬২৫ জন। আসনটির ১০৬ ভোটকেন্দ্রের ৭১৭ ভোটকক্ষে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়। যেখানে নির্বাচনে মোট ৩৯.০৫ শতাংশ ভোট পড়েছে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ