দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী সাকিব আল হাসান। প্রথমবার ভোটে দাঁড়িয়েই বিজয়ী হলেন তিনি।
রোববার (৭ জানুয়ারি) রাতে মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আসনটির সবগুলো কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান।
ঘোষিত ফলাফলে, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসান নৌকা প্রতীক নিয়ে এক লাখ ৮৫ হাজার ৩৮৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান কাজী রেজাউল হোসেন ডাব প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৯৭৩ ভোট।
মাগুরা-১ আসনে মোট ভোটার ৪ লাখ ৪৮৫ জন। আসটিতে মোট কেন্দ্র রয়েছে ১৫২টি।
এবারই প্রথমবারের মতো সংসদ নির্বাচনে অংশ নেন জাতীয় দলের অধিনায়ক বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসান।
নয়া শতাব্দী/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ