ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টানা পঞ্চমবার এমপি হলেন আবদুর রাজ্জাক

প্রকাশনার সময়: ০৭ জানুয়ারি ২০২৪, ২১:৪৯

দ্বাদশ সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক।

রোববার (৭ জানুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইল-১ আসনের সহকারী রিটানিং অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে জানা গেছে, ড. আবদুর রাজ্জাক ৯০ হাজার ৫৯৪ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী পান ২ হাজার ২৩২ ভোট। এ নিয়ে কৃষিমন্ত্রী টানা পঞ্চমবারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

সহকারী রিটানিং অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজের স্বাক্ষরিত ফলাফলে দেখা যায়, ৮৯টি কেন্দ্রে মোট ভোটার ছিলো ২ লাখ ৫১ হাজার ৮৪৯ জন। এর মধ্যে ৯৭ হাজার ৪৩৭ ভোট প্রদান করা হয়। ১৫৮৯টি ভোট বাতিলে হয়ে মোট বৈধ ভোটের সংখ্যা ৯৫ হাজার ৮৪৮। ৩৯ ভাগ ভোট কাস্টিং হয়।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ