ঠাকুরগাঁও-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী হাফিজ উদ্দিন।
রোববার (৭ জানুয়ারি) রাত ৮টায় সহকারী রিটার্নিং কর্মকর্তার প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ঠাকুরগাঁও-৩ আসনে মোট ১২৮ টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফলে হাফিজ উদ্দিন আহম্মেদ ১ লাখ ৮ হাজার ৫১৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির হাতুড়ী প্রতীকে গোপাল চন্দ্র রায় পেয়েছেন ৬৫ হাজার ২০৪ ভোট।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ও রাণীশংকৈল উপজেলায় দুইটি পৌরসভা ও ১৬ টি ইউনিয়ন নিয়ে গঠিত ঠাকুরগাঁও-৩ আসন। এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৪ হাজার ৩৫৪। এর মধ্যে পুরুষ ১ লাখ ৭৪ হাজার ৯৬৬ ও মহিলা ১ লাখ ৬৯ হাজার ৩৮৮।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ