ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

হেরে যাচ্ছেন নৌকার মাঝি মমতাজ!

প্রকাশনার সময়: ০৭ জানুয়ারি ২০২৪, ২০:৪৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে চলছে গণনা। প্রকাশ করা হচ্ছে কোনো কোনো আসনের পূর্ণ ও আংশিক ফলাফলও। এরকমই আংশিক ফলাফলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে অনেকটাই পিছিয়ে আছেন মানিকগঞ্জ-২ আসনে নৌকার মাঝি মমতাজ।

এবারের নির্বাচনে মানিকগঞ্জ-২ (সিঙ্গাইর, হরিরামপুর ও সদরের একাংশ) আসনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে নির্বাচন করেছেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম।

ভোটের সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ১৯৩টি কেন্দ্রের মধ্যে ৭৪টি কেন্দ্রের ফলাফলে পিছিয়ে আছেন মমতাজ বেগম। প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাহিদ আহমেদ টুলু (ট্রাক) এগিয়ে আছেন ৪১ হাজার ৪০ ভোট নিয়ে। যেখানে মমতাজ বেগম (নৌকা) পেয়েছেন ২৩ হাজার ৭৬১ ভোট।

এর আগে, নির্বাচনে নিজের অবস্থা সম্পর্কে মমতাজ বেগম বলেন, আলহামদুলিল্লাহ্‌ খুব ভালো সাড়া পাচ্ছি ভোটারদের। আমার বিশ্বাস, যে যাই বলুক না কেনো, এবারও জয় নৌকারই হবে।

প্রসঙ্গত, কণ্ঠশিল্পী মমতাজ বেগম ২০০৮ সালে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হয়ে সংসদে প্রতিনিধিত্ব করেন। ২০১৪ সালের নির্বাচনে তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পান। ২০১৮ সালের নির্বাচনেও তিনি এমপি নির্বাচিত হন।

নয়া শতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ