নির্বাচনে ভোটারের উপস্থিতি অনেক কম বলে মন্তব্য করেছেন পর্তুগাল থেকে আসা নির্বাচন পর্যবেক্ষক পাওলো কাসাকা। তিনি বলেছেন, ভোটের প্রস্তুতি পর্যবেক্ষণ শেষে ভোটকেন্দ্রের অবস্থা সুন্দর। কোনো ঝামেলা ছাড়াই ভোটগ্রহণ চলছে। ভোটারের উপস্থিতি অনেক কম। আরও বেশি হলে ভালো হতো।
সাভারের ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে রোববার (৭ জানুয়ারি) দুপুরে এই কথা বলেন তিনি।
পাওলো কাসাকা বলেন, ভোটকেন্দ্র ঘুরে, বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে মনে হয়েছে-সবকিছু ঠিক আছে। পুরুষদের চেয়ে নারীরা ভোটে বেশি আগ্রহী। কেবল ভোটার উপস্থিতি অনেক কম।
পাওলো বলেন, প্রধান বিরোধীদল নির্বাচনে অংশ নিলে ভোটার উপস্থিতি হয়তো আরও বেশি হতো। আলোচনার মাধ্যমে সবার অংশগ্রহণে নির্বাচন হলে সেটা অনেক ভালো ও সুন্দর হতো।
এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা শুনেছি ভোটকে কেন্দ্র করে অনেক সহিংসতা হবে। বাস্তবে সেরকম কিছু এখনো চোখে পড়েনি।
নয়াশতাব্দী/একে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ