ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিলুপ্তপ্রায় একটি নীলগাই জবাই করে মাংস বণ্টন করে নিয়েছে এলাকাবাসী।
রোববার (৭ জানুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার রাতোর ইউনিয়নের ভেলাই গ্রামে এ ঘটনাটি ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন রাতোর ইউনিয়নের চেয়ারম্যান শরৎ চন্দ্র রায়।
স্থানীয়দের বরাতে তিনি বলেন, নীলগাই জবাই করার ঘটনা শুনেছি। সাথে সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছি। নীলগাইটি দেখে তারা আটক করে পরে জবাই করে মাংস ভাগাভাগি করে নেয়। নির্বাচনের কারণে আমি যেতে পারিনি। কিছুক্ষণ পর বিস্তারিত জানাতে পারব।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ