বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে বগুড়া-৪ আসনের বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলম নির্বাচন বর্জন করেছেন।
রোববার (৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এ বিষয়ে একটি স্ট্যাটাস দেন হিরো আলম।
সেখানে লেখা হয় ‘বিভিন্ন অনিয়মের কারণে হিরো আলম এই নির্বাচন বর্জন করলেন।’
দ্বাদশ সংসদ নির্বাচনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হিসেবে বগুড়া-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন হিরো আলম। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন বর্তমান সংসদ সদস্য একে এম রেজাউল করিম তানসেন।
এ ছাড়া বিএনপির সাবেক নেতা স্বতন্ত্র প্রার্থী ডা. জিয়াউল হক মোল্লাসহ আরও চারজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ