ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিশাল ব্যবধানে এগিয়ে মাশরাফি

প্রকাশনার সময়: ০৭ জানুয়ারি ২০২৪, ১৯:৩১

শেষ হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। চলছে প্রতিটি কেন্দ্রের ভোট গণনা। জেলাগুলোর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণা করা হচ্ছে। ইতোমধ্যে বেশ কয়েকটি কেন্দ্রের ফলাফল আসতে শুরু করেছে।

এরই ধারাবাহিকতায় নড়াইল-২ আসনে নৌকা প্রতীকের প্রার্থী মাশরাফি বিন মর্তুজা বিশাল ব্যবধানে এগিয়ে আছেন বলে জানা গেছে।

রোববার (৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এমন তথ্যই জানা যায় নড়াইল জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে।

এদিন সকাল ৮টায় সারা দেশে একযোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে। এরপর শুরু হয় ভোট গণনার কাজ।

নড়াইল-২ আসনে এখন পর্যন্ত পাওয়া ১০টি কেন্দ্রের ফলাফলে নৌকা প্রতীক নিয়ে মাশরাফি পেয়েছেন ১৪ হাজার ৮২৪ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ লাঙ্গল প্রতীকে পেয়েছেন মাত্র ৪৪০ ভোট।

নয়া শতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ