ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রামে নৌকার প্রার্থী মোস্তাফিজুরের প্রার্থিতা বাতিল

প্রকাশনার সময়: ০৭ জানুয়ারি ২০২৪, ১৮:৪০

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে আওয়ামী লীগের প্রার্থী এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। ভোটগ্রহণের শেষ পর্যায়ে এসে তার প্রার্থিতা বাতিল করা হয়।

ইসি সচিব জাহাঙ্গীর আলম জানান, ’মোস্তাফিজুর রহমান চৌধুরী এর আগেও একাধিকবার আচরণবিধি লঙ্ঘন করেছেন। তিনি তার মাত্রা ছাড়িয়ে গেছেন। ভোটের সময় তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী (পুলিশ) কে হুমকি দিয়েছেন। এই কারণে তার প্রার্থিতা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, গত ৩০ নভেম্বর চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের কার্যালয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী যখন রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিচ্ছিলেন, তার সঙ্গে ঢুকে পড়েন ১৪-১৫ জন নেতাকর্মী।

মনোনয়নপত্র জমা দেওয়া শেষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হলে ইনডিপেনডেন্ট টিভির সাংবাদিক রাকিব উদ্দিন প্রশ্ন করলে ঘটনার সূত্রপাত হয়। এ সময় দু-পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশন (ইসি) মোস্তাফিজুরের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ