ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নিজের কেন্দ্রে কত ভোট পেলেন সাকিব?

প্রকাশনার সময়: ০৭ জানুয়ারি ২০২৪, ১৮:০৬

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়ে এখন চলছে গণনা। কোনো কোনো কেন্দ্রে শেষ হয়েছে গণনাও। এরইমধ্যে জানা গেছে দড়ি মাগুরার ১১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ফল।

যেখানে জাতীয় দলের ক্রিকেটার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ভোট পেয়েছেন ১ হাজার ৪০৭টি।

রোববার (৭ জানুয়ারি) সন্ধ্যায় দড়ি মাগুরার ১১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে এ ফলাফল জানা যায়।

এটি সাকিব আল হাসানের নিজ কেন্দ্র বলেও জানা গেছে। কেন্দ্রটিতে ভোটার সংখ্যা ছিল প্রায় ১ হাজার ৮০০।

এর আগে সকালে বাবা, বোন ও আত্মীয়-স্বজনদের নিয়ে ওই কেন্দ্রে ভোট দেন সাকিব আল হাসান। তার আগে শ্রীপুর উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন জাতীয় ক্রিকেট দলের বর্তমান এই অধিনায়ক।

নয়া শতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ