মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১

ভোট দিতে পেরে খুশি ১০০ বছর বয়সী জহুরা

প্রকাশনার সময়: ০৭ জানুয়ারি ২০২৪, ১৭:১১

সিরাজগঞ্জের তাড়া‌শে ভোটকেন্দ্রে এসে ভোট দি‌লেন ১০০ বছর বয়সী জহুরা। জীবনের পড়ন্ত বেলায় ভোট দিতে পেরে তিনি ভীষণ খুশি।

জহুরা তাড়াশ উপজেলার রঘুনিলী মঙ্গলবাড়িয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে এসে ভোট দেন। শতবর্শী জহুরা ভোট দিতে দায়িত্বপ্রাপ্ত মহিলা আনসার ও তার আত্নীয়ের সাহায্যে সিঁড়ি দিয়ে উপ‌রে উঠ‌ছেন।

জহুরা উপজেলার বৃ-পাচান গ্রামের বা‌সিন্দা। শারীরিক কষ্ট হলেও তিনি ভোট দিতে এসেছেন। তিনি বলেন, ‘জীবনে আর ভোট দেওয়া হ‌বে কিনা জানি না। তাই ভোট দিতে এসেছি। সবার সহযোগিতায় ভোট দিতে পেরে আমি আনন্দিত।

এই কে‌ন্দ্রে ভোট দি‌তে আসা অন্যান্য ভোটাররা জানান, অবাধ ও সুষ্ঠু পরিবেশে তারা ভোট দিয়েছেন। তবে ভোটার উপস্থিতি তুলনামূলক কম। দু-একজন করে ভোটার আসছেন ও ভোট দিয়ে চলে যাচ্ছেন। তাই ভোটকেন্দ্রে মহিলা অথবা পুরুষ ভোটারের কোনো সারি চোখে পড়েনি।

দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার এরশাদ আলী জানান, এ কেন্দ্রের মোট ভোটার ২৫৬৬ জন। এরমধ্যে মহিলা ভোটার ১৩০৩ ও পুরুষ ভোটার ১২৬৩। দুপুর ২টা পর্যন্ত এ কেন্দ্রে ভোট পড়েছে প্রায় ৩৫ ভাগ।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ