গাজীপুরে জামিয়া রশিদিয়া মাদরাসা ও এতিমখানার কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত এক সহকারী প্রিসাইডিং অফিসারের মৃত্যু হয়েছে।
রোববার (৭ জানুয়ারি) ভোটগ্রহণের দিন রিকশাযোগে কেন্দ্রে যাওয়ার পথে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
ওই প্রিসাইডিং অফিসারের নাম মো. আব্দুল করিম (৫৬)। তার বাড়ি গাজীপুরের কালিগঞ্জ উপজেলার পুটান গ্রামে। তিনি কালীগঞ্জ উপজেলার জামালপুর সিদ্দিকিয়া বালিকা দাখিল মাদরাসার সহকারী সুপার ছিলেন।
ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. হেলাল মিয়া জানান, শনিবার রাতে ভোটকেন্দ্রে এসে কাজে যোগ দেন সহকারী প্রিসাইডিং অফিসার আব্দুল করিম। রাত ১২টা পর্যন্ত তিনি কেন্দ্রে অবস্থান করেন। তিনি বোর্ডবাজার এলাকায় তার এক আত্মীয়ের বাড়িতে রাত্রিযাপন যাপন করেন। ভোটগ্রহণের জন্য রোববার সকাল সোয়া ৭টার দিকে নাস্তা খেয়ে রিকশাযোগে কেন্দ্রে যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হন। রিকশায় তিনি অবচেতন হয়ে পড়লে রিকশাচালকের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্দুল করিমকে মৃত ঘোষণা করেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার ওসি মো. শাহ আলম জানান, হৃদরোগে আক্রান্ত হওয়ার পর আব্দুল করিমকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. রফিকুল ইসলাম জানান, আব্দুল করিমকে মৃত অবস্থায়
হাসপাতালে আনা হয়।নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ