দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে নৌকা প্রার্থীর ব্যাজ গলায় ঝুলিয়ে বাবার ভোট জাল করে দিতে গিয়ে এক তরুণ আটক হয়েছে।
রোববার (৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে উয়ার্শী ইউনিয়নের বরটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।
আটক বিজয় মনি দাস উয়ার্শী ইউনিয়নের দক্ষিণ রোয়াইল গ্রামের মৃত গোপাল মনি দাসের ছেলে।
জানা গেছে, বিজয় তার মৃত বাবার ভোটের স্লিপ নিয়ে নৌকা প্রার্থীর ব্যাজ গলায় ঝুলিয়ে বরটিয়া কেন্দ্রে ভোট দিতে গেলে সন্দেহ হওয়ায় স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের মীর এনায়েত হোসেন মন্টুর এজেন্ট তার ভোটার লিস্টে থাকা ব্যক্তি মৃত হওয়ায় তার সহযোগিতায় তাকে আটক করে হেফাজতে রাখেন প্রিসাইডিং অফিসার আব্দুল মালেক।
বিষয়টি ওই এলাকায় নিয়োজিত ম্যাজিস্ট্রেট আরোবিয়া খানমকে জানানো হলে ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। তিনি বলেন, সে অপ্রাপ্তবয়স্ক। আটকের পর তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ