ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ময়মনসিংহ-১০ আসনে দুই স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন

প্রকাশনার সময়: ০৭ জানুয়ারি ২০২৪, ১৪:২১ | আপডেট: ০৭ জানুয়ারি ২০২৪, ১৪:৩৮

ময়মনসিংহ-১০ গফরগাঁও আসনে দুই স্বতন্ত্র প্রার্থীর এজেন্টদের কেন্দ্র থেকে মারধর করে বের করে দেওয়া, জাল ভোট, ভোটারদের সামনে ভোট দিতে চাপ প্রয়োগ করাসহ নানা অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জন করেছেন মো. আবুল হোসেন দীপু ও অ্যাডভোকেট কায়সার আহমেদ।

রোববার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা নাগাদ ফেসবুক লাইভে এসে ওই দুই প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দেন।

এ সময় দুই প্রার্থীই অভিযোগ করে বলেন, ভোট চলাকালে নানা অনিয়মের অভিযোগে দায়িত্বপ্রাপ্ত নির্বাচনি কর্মকর্তাদের কাছে বার বার জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেননি।

এ বিষয়ে জানতে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও গফরগাঁও উপজেনা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলামের মোবাইলে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ