ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

মেহেরপুরে নৌকার তিন সমর্থকের ৭ দিনের কারাদণ্ড 

প্রকাশনার সময়: ০৭ জানুয়ারি ২০২৪, ১৪:০৮

মেহেরপুর-১ আসনের সদর উপজেলার কলাইডাঙ্গা ভোটকেন্দ্রে ভোটারদের বাধাদান ও মারধরের দায়ে নৌকার তিন সমর্থককে ৭দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাচনের ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট আবির হাসান এই দণ্ডাদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কলাইডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিতে গিয়েছিলেন স্থানীয় সংরক্ষিত মহিলা মেম্বার বুলবুলি খাতুন। এসময় নৌকা প্রতীকের সমর্থকরা তাকে বাধা দেয় এবং মারধর করে। এ ঘটনার সময় কেন্দ্র ও কেন্দ্রের আশপাশের দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নজরুল ইসলাম (৬০), নিয়ামত আলী (৫২) ও ইউনুস আলী নামের নৌকার তিন সমর্থককে আটক করেন। পরে তাদেরক ৭দিন করে কারদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে দণ্ডিত তিনজনকে মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ