ঢাকা, রোববার, ২৮ জুলাই ২০২৪, ১৩ শ্রাবণ ১৪৩১, ২১ মহররম ১৪৪৬

ঠাকুরগাঁওয়ে ভোট দিয়ে ফেরার পথে হামলা, আহত ২

প্রকাশনার সময়: ০৭ জানুয়ারি ২০২৪, ১৩:৫৪

ঠাকুরগাঁও-১ আসনের ছেতনাই তোলা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে ফেরার পথে বিএনপি-জামায়াতের অতর্কিত হামলায় ২ জন আহত হয়েছেন।

রোববার (৭ জানুয়ারি) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, সদর উপজেলার সালন্দর ইউনিয়নের চেরাডাঙ্গি দেওগা গ্রামের রোশনি রায় (২৫), জয়দেব বর্মন (১৯)। তারা বর্তমানে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

রোশনি রায় ও জয়দেব বর্মন বলেন, ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়া আমাদের অপরাধ ছিল। আমরা কেন ভোট দিতে গিয়েছিলাম তাই বিএনপি-জামায়াতের ৪০-৫০ জন লোক এসে ছুরি-দা নিয়ে আমাদের উপর হামলা করে। পরে স্থানীয়রা আমাদের আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। আমার এই ঘটনার সঠিক বিচার চাই।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ বিষয়টি নিশ্চিত বলেন, এ ঘটনায় এরই মধ্যে দুইজনকে আটক করা হয়েছে। পূর্ব শত্রুতার জেরে নাকি অন্য কোনো কারণে এ ঘটনা ঘটেছে সেটি আমরা তদন্ত করছি।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ