ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টাঙ্গাইলে ভারতের ডেপুটি ইলেকশন কমিশনারের ভোট পর্যবেক্ষণ

প্রকাশনার সময়: ০৭ জানুয়ারি ২০২৪, ১৩:১৮

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক হিসেবে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর আসনের নির্বাচন পর্যবেক্ষণ করেছেন ভারতের ইলেকশন কমিশনের সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার ধর্মেন্দ্র শর্মা। তিনি ভারতের নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দলনেতা হিসেবে বাংলাদেশ সফর করছেন।

রোববার (৭ জানুয়ারি) সকালে তিনি ভোটকেন্দ্র পরিদর্শন করেন।

টাঙ্গাইল জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম জানান, ভারতের সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার ধর্মেন্দ্র শর্মা টাঙ্গাইল-২ এবং ৫ আসনের নির্বাচন পর্যবেক্ষণ করার অভিপ্রায় ব্যক্ত করেন। তিনি সকালে টাঙ্গাইল ২ আসনের ভুঞাপুরে কেন্দ্র পরিদর্শন করেন।

এরপর তিনি একই আসনের গোপালপুর উপজেলার ভোটকেন্দ্র পরিদর্শন করবেন। পরে দুপুরে টাঙ্গাইল-৫ আসনের ভোটকেন্দ্র পরিদর্শন করবেন। এই দুইটি আসনের নির্বাচন পর্যবেক্ষণ করে রাতেই ঢাকা ফিরবেন।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ