গাজীপুর-১ আসনের কালিয়াকৈরে উৎসবমুখর পরিবেশে চলছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।
রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে ভোটারদের সারিবদ্ধ হয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে। প্রতিটি ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। এই আসনের বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা গেছে।
উপজেলার আনসার অ্যাকাডেমি ও সফিপুর মালেক চৌধুরী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্রে সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে এলাকার লোকজন ভোটকেন্দ্রে উপস্থিত হতে শুরু করেন। শুরুতে ভোটারের উপস্থিতি কম থাকলেও, বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বেড়েছে। তবে প্রতিটি ভোটকেন্দ্রে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের উপস্থিতি বেশি। ভোটাররাও সুশৃঙ্খলভাবে ভোটাধিকার প্রয়োগ করে বেরিয়ে যাচ্ছেন। দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভোটকেন্দ্রের পরিবেশ শৃঙ্খল রাখতে কাজ করছেন। ভোটারদের নানাভাবে সহযোগিতা করতে দেখা গেছে তাদের।
সকাল সকাল ভোটাধিকার প্রয়োগ করে কেন্দ্রে থেকে বের হচ্ছেন শারীরিক প্রতিবন্ধী আনিস। তিনি নয়া শতাব্দীকে জানান, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোগান্তি ছাড়াই ভোট দিয়েছি। সকাল সাড়ে আটটায় বাড়ি থেকে বেরিয়ে ভোটকেন্দ্রে এসেছি। অল্প সময়ের মধ্যে ভোট দিতে পেরেছি।
জীবনে প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করেছেন বিশ্বাসপাড়া গ্রামের বাসিন্দা রিসাদ। তিনি জানান বলেন, সকাল ৯টার দিকে ভোটকেন্দ্রে এসে কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। ২০ মিনিটের মধ্যে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পেরেছি।
রিসাদ আরও বলেন, প্রথমবারের মতো ভোট দিতে পেরে অনেক আনন্দ লাগছে। ভোটকেন্দ্রে আসার সময় এক ধরনের ভয় কাজ করছিল। কেন্দ্রের ভেতরে বা বাহিরে কোনো ধরনের সমস্যা বা সংঘাত হতে পারে এমন একটা আশঙ্কা থেকেই ভয় কাজ করছিল। তবে ভোটকেন্দ্রে এসে সে ধরনের কোনো পরিস্থিতি দেখেননি বলে জানান।
জানা যায়, গাজীপুর-১ আসনের মোট ভোটার ৬ লাখ ৯৫ হাজার ৮৬৪ জন। তার মধ্যে পুরুষ ভোটার হলেন ৩ লাখ ৪৯ হাজার ৫১৫ জন, নারী ভোটার ৩ লাখ ৪৬ হাজার ৩৩৮ জন এবং হিজড়া ভোটার ১১ জন।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ