ময়মনসিংহ-৮ (ভালুক) আসনে ভোটে অনেকটা ধীরগতি লক্ষ্য করা গেছে। এ আসনে আড়াই ঘণ্টায় ভোট পড়েছে ৮ ভাগ।
রোববার (৭ জানুয়ারি) ভালুকা উপজেলার কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা গেলেও পরিবেশ সুষ্ঠু ও শান্ত রয়েছে।
উপজেলার ধীতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ইলিয়াস হোসেন জানান, এ কেন্দ্রে মোট ভোটার ৪ হাজার ১০ জন। এদিন সকাল ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ভোট দিয়েছেন ৩৪৮ জন ভোটার।
ভালুকা সরকারি ভালিকা উচ্চ বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার অপরুপা নাগ জানান, তার কেন্দ্রে ৩ হাজার ২৫২ জন ভোটার রয়েছেন। এ কেন্দ্রে আড়াই ঘণ্টায় ভোটাধিকার প্রয়োগ করছেন ২৬৩ জন ভোটার। অর্থাৎ এখন পর্যন্ত ৮ শতাংশ ভোট পরেছে।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ