ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লালমনিরহাটের ৩ ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ

প্রকাশনার সময়: ০৭ জানুয়ারি ২০২৪, ১১:৪২

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার তিনটি ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা।

রোববার (৭ জানুয়ারি) ভোর সোয়া ৪টার দিকে পাটগ্রামের তিনটি কেন্দ্রে এ ঘটনা ঘটে।

উপজেলার বুড়িমারী ইউনিয়নের বুড়িমারী বাজার স্টেশন মোড় উফারমারা মেডিকেল মোড় এলাকায় ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি।

অপরদিকে একই ইউনিয়নের কামারেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক জানান, ভোরে কেন্দ্রের বাইরে পাশে রাস্তায় একটি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

এদিকে সকালে হাতীবান্ধার পশ্চিম বেজগ্রাম দাখিল ও ভোকেশনাল মাদরাসা সংলগ্ন এলাকায় দুইটি ককটেল পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানা যায়।

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের অফিসাররা সেখানে কাজ করছে। নিরাপত্তা জোরদার করা হচ্ছে

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ