ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নৌকায় ভোট দিলেন ১০৪ বছর বয়সী আমিছা বেগম

প্রকাশনার সময়: ০৭ জানুয়ারি ২০২৪, ১১:০৭

১০৪ বছর বয়সী আমিছা বেগম নৌকায় ভোট দিতে পেরে উৎফুল্ল। তিনি সকাল ১০টায় বদরগঞ্জ জামু বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন।

ভোট দেয়া শেষ করে তার সঙ্গে কথা হয় নয়া শতাব্দীর, এসময় তিনি বলেন, নৌকায় ভোট দিয়ে খুব শান্তি পেলাম। তিনি বদরগঞ্জ পৌর এলাকার পশ্চিম বালুয়া ভাটা এলাকার বাসিন্দা। তার মেয়ে নুরজাহান তাকে ভোটকেন্দ্রে নিয়ে আসেন।

প্রায় একই ধরনের অভিব্যক্তি ব্যক্ত করলেন ১০২ বছর বয়সী গোলজাহান বেগম। জাদু নগরে তার বাসা। তিনিও মেয়ে আসমার সাথে ভোট দিতে এসেছেন।

জামু বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ভোটার ২০০৮ জন। প্রিসাইডিং অফিসার আব্দুল সালাম নিশ্চিত করে বলেন, সকাল ১০টা পর্যন্ত ১০০ এর বেশি ভোট পড়েছে। তবে ভোটারদের মধ্যে পুরুষের উপস্থিতি কম থাকলেও নারী ভোটারদের উপস্থিতি রয়েছে যথেষ্ট।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ