ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

মির্জাপুরে কম ভোটারের উপস্থিতিতে চলছে ভোটগ্রহণ

প্রকাশনার সময়: ০৭ জানুয়ারি ২০২৪, ১০:৫৫ | আপডেট: ০৭ জানুয়ারি ২০২৪, ১০:৫৯

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে কম ভোটারের উপস্থিতিতে চলছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। ব্যালট পেপারের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তবে ভোটারদের মধ্যে তেমন উৎসাহ, উদ্দীপনা দেখা যায়নি।

সহকারী রিটার্নিং কর্মকর্তার দফতর সূত্রে জানা যায়, এ আসনে ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়নে ১২৭টি কেন্দ্রের ৭৯৮টি ভোটকক্ষে ভোটাররা ভোট প্রদান করবেন। ভোটার সংখ্যা ৩ লাখ ৫৮ হাজার ৪৩২ জন। এরমধ্যে নারী ১ লাখ ৭৮ হাজার ২১৯ ও পুরুষ ভোটার ১ লাখ ৮০ হাজার ২০৭ জন এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ৬ জন ভোটার।

কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটার উপস্থিতি খুব কম। মির্জাপুর সরকারি এসকে পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র সকাল আটটা-নয়টার দিকে ভোটার সংখ্যা একেবারেই কম উপস্থিতি ছিল। তবে, দশটা থেকে উপস্থিতি কিছুটা বেড়েছে।

দেওহাটা এজে উচ্চ বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার ফরহাদ হোসেন বলেন, ভোটার উপস্থিতি তুলনামূলক কম। সকাল সাড়ে ৯টায় দেয়া তথ্যমতে, ১০ ভাগ ভোটগ্রহণ হয়েছে। বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতি বাড়বে বলে ধারণা তাদের।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ