ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজশাহী সিটির প্যানেল মেয়র আটক

প্রকাশনার সময়: ০৭ জানুয়ারি ২০২৪, ১০:৪৮ | আপডেট: ০৭ জানুয়ারি ২০২৪, ১৩:০১
ছবি- সংগৃহীত

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাজশাহী সিটি করপোরেশনের ১ নম্বর প্যানেল মেয়র নিযাম উল আজিমকে আটক করা হয়েছে।

শনিবার (০৭ জানুয়ারি) দিবাগত রাতে রাজশাহী নগরের সাগরপাড়া মহল্লা থেকে তাকে আটক করে যৌথ বাহিনী। বর্তমানে তিনি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাবের হেফাজতে রয়েছেন।

রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানা তাকে আটকের তথ্য নিশ্চিত করেছেন।

নিযাম উল আজিম রাজশাহী সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তিনি সিটি করপোরেশনের ১ নম্বর প্যানেল মেয়র। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি কোনো একজন নির্দিষ্ট প্রার্থীর পক্ষে ভোট দেওয়ার জন্য ভোটারদের টিসিবি কার্ড নিয়ে জিম্মি করছিলেন।

রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানা সাংবাদিকদের বলেন, রাত ১২টা থেকে এই অভিযান শুরু হয়, ৩টার দিকে শেষ হয়। অভিযান শেষের দিকে ওই কাউন্সিলরকে আটক করা হয়। তার বিরুদ্ধে আনা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তাকে র‌্যাবের হেফাজতে রাখা হয়েছে। তদন্তে অভিযোগ চূড়ান্তভাবে প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নয়া শতাব্দী/এমবি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ