ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বরিশালে বাংলাদেশ ব্যাংকের স্টাফ বাসে আগুন

প্রকাশনার সময়: ০৭ জানুয়ারি ২০২৪, ১০:৩৪
ছবি- সংগৃহীত

বরিশালে বাংলাদেশ ব্যাংকের একটি স্টাফ বাস আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (০৬ জানুয়ারি) রাত ১১টা ৫০ মিনিটের দিকে বাসটিতে আগুন দেওয়া হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও পুলিশ।

বাসটি নগরের বগুড়া রোডে বাংলাদেশ ব্যাংক ভবনের সামনে পার্ক করা অবস্থায় ছিল।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল-আমিন সাংবাদিকদের বলেন, রাত ১১টা ৫০ মিনিটে আগুনের খবর পেয়ে অল্প সময়ের চেষ্টায় দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে।

আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত না করে বলা যাবে না জানিয়ে আল-আমিন বলেন, বাসের সব সিট পুড়ে গেছে।

এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমানুল্লাহ আল বারী সাংবাদিকদের বলেন, ঘটনার তদন্ত করে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নয়া শতাব্দী/এমবি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ