ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

পাবনা- ৪ আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে

প্রকাশনার সময়: ০৭ জানুয়ারি ২০২৪, ০৯:৫৮ | আপডেট: ০৭ জানুয়ারি ২০২৪, ১০:০৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা -৪ আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা ৩২ মিনিটে নৌকার প্রার্থী গালিবুর রহমান শরীফ ঈশ্বরদী মহিলা কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেন।

পাবনা -৪ নির্বাচনি (ঈশ্বরদী-আটঘরিয়া) এলাকার মোট ভোটার সংখ্যা ৪,১০,২৩১ জন। মোট ভোটকেন্দ্র ১২৯টি। ঈশ্বরদী ও আটঘরিয়া নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ঈশ্বরদী উপজেলা মোট কেন্দ্র ৮৪টি, মোট ভোটার ২ লাখ ৭৩ হাজার ১৬৫ জন। আটঘরিয়া উপজেলায় মোট কেন্দ্র ৪৫টি, মোট ভোটার ১ লাখ ৭৩ হাজার ৬৩ জন।

পাবনা-৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. গালিবুর রহমান শরিফ, স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী মো. পাঞ্জাব আলী বিশ্বাস, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. রেজাউল করিম, জাসদের মশাল প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক, কৃষক শ্রমিক জনতা লীগের গামছা প্রতীকের প্রার্থী আতাউল হাসান ও এনপিপির আম প্রতীকের প্রার্থী মনসুর রহমান।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ