ঢাকা, রোববার, ২৮ জুলাই ২০২৪, ১৩ শ্রাবণ ১৪৩১, ২১ মহররম ১৪৪৬

ভোট দিলেন সাকিব আল হাসান

প্রকাশনার সময়: ০৭ জানুয়ারি ২০২৪, ০৯:১০

মাগুরা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান ভোট দিয়েছেন।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় মাগুরা-১ আসনের দরিমাগুরা স্কুল কেন্দ্রে ভোট দেন তিনি।

ভোট দিতে এদিন সকালেই কেন্দ্রে হাজির হন সাকিব। ভোট শেষে ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন, কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। এরপর সেখান থেকে অন্য কেন্দ্রগুলোর উদ্দেশে রওনা হন তিনি।

মাগুরা-১ আসনে মোট ভোটার রয়েছেন ৪০০, ৪৮৫ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ২০০, ৮৬২ ও নারী ভোটারের সংখ্যা ১৯৯,৬২১। এই আসনে মোট কেন্দ্র ১৫২টি।

ইসির তথ্যানুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি সংসদীয় আসনে ১ হাজার ৯৭০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইসিতে নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে এই নির্বাচনে ২৮টি রাজনৈতিক দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজার ৫৩৪ জন প্রার্থী। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে আছেন ৪৩৬ জন।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ