কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোট উত্তর ইউনিয়ন পশ্চিম খাঁড়ঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৬নম্বর কেন্দ্রে রাত ৯টার দিকে ককলেট বিস্ফোরণের ঘটনা ঘটেছে
এ ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে আব্দুল মালেকের ছেলে হাছানকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৬নম্বর কেন্দ্রের পাশের বাড়ির আব্দুল মালেকর ছেলে হাছান, মাস্টার আবুল কাশেমের ছেলে জাহিদ মোল্লা, আমানের উল্ল্যাহর ছেলে শাহাদাত হোসেন রনি, বেকামুলিয়া ইকবালের ছেলে ইব্রাহিম খলিল সাইদ ইকবাল রাত ৯টার দিকে দুইটি ককলেট বিস্ফোরণ ঘটায়। পরে স্থানীয় লোকজন ও পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে একজনকে আটক করেন। জাহিদ মোল্লা ও শাহাদাত হোসেন রনি পালিয়ে যায়।
নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসার মো. ইসমাইল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি এবং একজনকে আটক সক্ষম হই, বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ