ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

সরকারি হাসপাতালের বেড ভেঙে মেঝেতে পড়লেন রোগী

প্রকাশনার সময়: ০৬ জানুয়ারি ২০২৪, ২০:০৪

কুড়িগ্রামের চিলমারী সরকারি হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা এক রোগীর ভরে বেড ভেঙে মেঝেতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এতে হাসপাতালের সার্বিক অবকাঠামো নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।

শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় চিলমারী সরকারি হাসপাতালের মহিলা ওয়ার্ডের ২৬ নম্বর বেডয় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী রোগী নুরনেছা বেগম (৫৫) উপজেলার থানাহাট ইউনিউনের ফকির পাড়া এলাকার বাসিন্দা। আজ সকালে তিনি হাসপাতালে চিকিৎসা সেবা নিতে এসে ভর্তি হয়েছেন।

নুরনেছা বেগম জানান, ঘাড় ব্যাথা নিয়ে আজ সকালে হাসপাতালে এসে ভর্তি হন। এরপর তাকে ওই বেড দেওয়া হয়। তখন থেকেই নড়বড়ে অবস্থায় ছিল। সন্ধার দিকে তার ছেলে নুর হাসান (১২) বেডে বসলে ভেঙে পড়ে যান। এ সময় সামান্য ব্যথাও পান বলে জানান তিনি।

তবে হাসপাতালের সার্বিক অবকাঠামোর এমন অবস্থা হওয়ায় অনেকেই নানা ধরনের প্রশ্ন তুলছেন।

এ বিষয়ে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রবিউল ইসলাম জানান, ছুটিতে থাকায় বিষয়টি জানা নেই। খোঁজ নিয়ে দেখতেছি।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ