কুমিল্লায় নির্বাচনের আগেরদিন আগ্নেয়াস্ত্রসহ একজনকে আটক করেছে বিজিবি-১০।
শনিবার (৬ জানুয়ারি) সকালে কুমিল্লার আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী শাহাপুর এলাকা থেকে অস্ত্রসহ তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি শাহাপুর এলাকার মো. ইদ্রিস মিয়ার ছেলে মো. জহির উদ্দিন (৪৫)।
কুমিল্লা-১০ বিজিবির অধিনায়ক মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, মো. জহির উদ্দিনকে একটি বিদেশি পিস্তল, দুইটি খালি ম্যাগাজিন এবং তিন রাউন্ড গুলিসহ আটক করা হয়। ধারণা করা হচ্ছে, আটককৃত পিস্তল ও গোলাবারুদ আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের ভয়-ভীতি প্রদর্শন এবং নাসকতামূলক কাজে ব্যবহারের উদ্দেশ্যে আনা হয়েছে।
অস্ত্র ও গুলিসহ তাকে কোতয়ালী মডেল থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ