ঢাকা, শনিবার, ৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১, ১ রবিউস সানি ১৪৪৬

ঝিনাইদহের ৬ উপজেলায় নির্বাচনি সরঞ্জাম বিতরণ

প্রকাশনার সময়: ০৬ জানুয়ারি ২০২৪, ১৬:০৬

ঝিনাইদহের ৬টি উপজেলার ৫৮৫টি ভোটকেন্দ্রে নির্বাচনি সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে।

শনিবার (৬ জানুয়ারি) সকাল ১০টা থেকে শহরের সদর উপজেলা পরিষদ চত্বর থেকে এসকল সরঞ্জামাদি বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী রিটার্নিং কমকর্তা ও সদরের ইউএনও রাজিয়া সুলতানা। ঝিনাইদহ সদরের ১৭ ইউনিয়নের নির্বাচনি সরঞ্জমাদি ব্যালট বাক্স, সিল, অমোচনীয় কালিসহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও জেলার ৫টি উপজেলার ৫০ ইউনিয়নে স্ব-স্ব উপজেলা থেকে একই সাথে একই নির্বাচনি সামগ্রী বিতরণ করা হয়।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ঝিনাইদহের ৪টি নির্বাচনি এলাকায় এবার ৫৮৫টি ভোটকেন্দ্রে আগামীকাল ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। শুধুমাত্র ব্যালট আগামীকাল সকালে স্ব-স্ব ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়া হবে বলে জানা গেছে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ