গাজীপুরের কালিয়াকৈরের ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বিদ্যালয়টির অফিস কক্ষের আসবাবপত্র পুড়ে যায়।
শনিবার (৬ জানুয়ারি) ভোর রাতে উপজেলার বাঁশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাঁশতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় দ্বাদশ নির্বাচনে আগামীকাল ওই স্কুল ভোটকেন্দ্রে তালিকায় রয়েছে। শনিবার ভোর রাতে স্কুলের অফিস কক্ষের তালা ভেঙে ভিতরে ঢুকে আগুন দেয় দুর্বৃত্তরা। তৎক্ষণাৎ অফিস কক্ষের আসবাবপত্র পড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে সকালে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
কালিয়াকৈর ফায়ার সার্ভিস কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক খবর দিলে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। তবে ততক্ষণে আগুন নিয়ন্ত্রণে আনে এলাকাবাসী। পরে আমরা অফিস কক্ষে থাকা জিনিসপত্র বাহিরে বের করে নিয়ে আসি।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ