ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নড়াইল-১ ও ২ আসনের কেন্দ্রগুলোতে নির্বাচনি সরঞ্জাম বিতরণ শুরু

প্রকাশনার সময়: ০৬ জানুয়ারি ২০২৪, ১৪:২৯

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নড়াইল-১ ও ২ আসনের কেন্দ্রগুলোতে নির্বাচনি সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে জেলা শিল্পকলা অ্যাকাডেমি চত্বরে ব্যালট বাক্স, ব্যাগ ও গালা পাঠানোর কাজের উদ্বোধন করেন জেলা রিটানিং অফিসার জেলা প্রশাসক মোহাম্মাদ আশফাকুল হক চৌধুরী।

এ সময় পুলিশ ও আনসার বাহিনীর সদস্যদের উপস্থিততে ৬টি স্টল করে যার যার কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তদের কাছে বুঝিয়ে দেয়া হয়।

জেলা রিটানিং কর্মকর্তা অফিস সূত্রে জানা যায়, নড়াইল -১ আসনে মোট কেন্দ্র ১১০টি। ভোটার সংখ্যা ২ লাখ ৭৫ হাজার ৪শ ৩ জন। পুরুষ ভোটার ১ লাখ ৩৯ হাজার ১০ জন, মহিলা ভোটার ১ লাখ ৩৬ হাজার ৩৯৩ জন ।

অপরদিকে নড়াইল-২ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৫ হাজার ৭২৯ জন, পুরুষ ভোটার ১ লাখ ৮১ হাজার ৯৯০ জন, মহিলা ভোটার ১ লাখ ৮৩ হাজার ৭৩৬ জন ।

নড়াইল-১ সংসদীয় আসনে মোট ৬ জন, অপর দিকে নড়াইল-২ আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ