বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) জেলা সদস্য চুয়াডাঙ্গা-২ আসনের প্রার্থী দেওয়ান ইয়াসিন উল্লাহ নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে নৌকার পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছেন।
শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় দর্শনা পৌর জাসদের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে দামুড়হুদা উপজেলা জাসদের সভাপতি জাহাঙ্গীর আলম লুল্লু বলেন, ১৪ দলের নীতিগত সিদ্ধান্ত জোটগতভাবে ভোট করা। সেই মোতাবেক আমাদের চুয়াডাঙ্গা-২ আসনের প্রার্থী ইয়াসিন উল্লাহ (মশাল) নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। আমরা নৌকার পক্ষ কাজ করব।
চুয়াডাঙ্গা-২ আসনের জাসদ (ইনু) মশাল প্রতীকের প্রার্থী দেওয়ান ইয়াসিন উল্লাহ বলেন, সারাদেশে ১৪ দল জোটগতভাবে আন্দোলন-সংগ্রাম এবং সরকার পরিচালনার ক্ষেত্রে একসাথে কাজ করে আসছে। চুয়াডাঙ্গা-২ আসনের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে আমি নির্বাচন থেকে মশাল প্রতীকে প্রত্যাহার করছি। আমি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলী আজগার টগরের সমর্থন জানিয়ে জাসদের নেতাকর্মীদের সাথে নিয়ে নৌকার বিজয় ছিনিয়ে আনবো।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, দর্শনা পৌর আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক গোলাম ফারুক আরিফ, আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম, দর্শনা পৌর জাসদের আহ্বায়ক জাকারিয়া জাকির, কেন্দ্রীয় জাসদের সদস্য আব্দুস সামাদ বিপু, পৌর জাসদের সভাপতি জুলফিকার হায়দার প্রমুখ।
সংবাদ সম্মেলন শেষে পৌর জাসদের সভাপতি জুলফিকার হায়দার বলেন, আমাদের সাথে আলোচনা না করেই জাহাঙ্গীর আলম লুল্লু একক সিদ্ধান্তে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।
এর আগে চুয়াডাঙ্গা ১ ও ২ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থীরা নির্বাচন থেকে সরে দাঁড়ান। তারা হলেন- চুয়াডাঙ্গা-১ আসনের প্রার্থী অ্যাড. সোহরাব হোসেন ও চুয়াডাঙ্গা-২ আসনের প্রার্থী অ্যাড. রবিউল ইসলাম। তারা নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে নৌকার পক্ষে কাজ করেছেন।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ