প্রচারণা শেষ। রাত পোহালেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। চুয়াডাঙ্গায় দুটি আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৩৫৪টি। এর মধ্যে ২০৫টি কেন্দ্র্রই ঝুকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। এর মধ্যে ১৪৯টি কেন্দ্র সাধারণ হিসেবে বিবেচনা করা হয়েছে।
জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। জেলায় সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে মাঠে থাকছে সশস্ত্র বাহিনীর ২৯৫ জন সদস্যসহ র্যাব, আনসার, বিজিবি ও পুলিশের মোট ১ হাজার ১৪৬ জন আইনশৃঙ্খলা সংস্থার সদস্যরা।
চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন আল আজাদ (পিপিএম-সেবা) বলেন, জেলায় ৩৫৪টি ভোট কেন্দ্র রয়েছে। এর মধ্যে ২০৫টি কেন্দ্র ঝুকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এরই মধ্যে ছোটখাটো কয়েকটি ঘটনা ঘটেছে। আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছি। আসামিদের গ্রেফতার করেছি। নির্বাচন সংক্রান্ত ঘটনা হলে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। ফৌজদারি অপরাধ হলে মামলা নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
চুয়াডাঙ্গা রিটার্নিং কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা বলেন, চুয়াডাঙ্গার দুটি আসনে সুষ্ঠু-সুন্দর ও ব্যাপক উদ্দীপনার মধ্য দিয়ে সম্মানিত ভোটাররা যেন নিজ নিজ ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তার জন্য সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা ও প্রস্তুত শেষ। নিরাপত্তা নিয়ে কারোর মধ্যে কোনো ধরনের শঙ্কা যেন তৈরি না হয়, সেদিকে পুলিশ যথেষ্ট সতর্ক আছে।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ