ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপির হরতালের প্রথমদিনে সীতাকুণ্ডে পিকআপে আগুন 

প্রকাশনার সময়: ০৬ জানুয়ারি ২০২৪, ১২:২২

বিএনপির ডাকা হরতালের প্রথমদিনে চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

শনিবার (৬ জানুয়ারি) ভোর সাড়ে পৌনে ছয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢালিপাড়া সড়কের মাথায় (মোস্তফা সিএনজি ফিলিং স্টেশনের বিপরীতে) ঢাকামুখী লেনে একটি পিকআপে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম এ তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার ভোরে পৌনে ছয়টার দিকে মহাসড়কের ঢালিপাড়া এলাকায় চলন্ত গাড়ি থামিয়ে একদল দুর্বৃত্ত ঢাকাগামী একটি ছোট পিকআপ ভ্যানে আগুন দেয়। খবর পেয়ে তাৎক্ষণিক সীতাকুণ্ড থানার একটি টহল দল ও ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হন। কিন্তু তার আগেই পিকআপ ভ্যান ও ওই গাড়িতে থাকা মাছের ড্রাম পুড়ে যায়।

সীতাকুণ্ড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল জানান, চালক জানায়, ৮-১০ জন লোক চলন্ত গাড়িটিকে মহাসড়কে থামাতে বাধ্য করে। পরে দুর্বৃত্তরা চালক ও তার সহকারীকে নামিয়ে গাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে এবং চট্রমেট্রো-ন -১১৫০৮৮ নম্বরের ওই পিকআপে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুনে গাড়িটির অনেকাংশ পুড়ে যায়। এতে ওই পিকআপের লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির (ওসি) আব্দুল হাকিম জানান, ভোরে ফকিরহাট এলাকায় দুর্বৃত্তদের আগুনে পিকআপ ভ্যান ও ভ্যানে থাকা মাছ আনার প্লাস্টিকের ড্রাম পুড়ে গেছে। চালক ও চালকের সহকারী নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ