ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ভোটের মাঠে থাকবো, পরিস্থিতি দেখে পদক্ষেপ : জিএম কাদের

প্রকাশনার সময়: ০৫ জানুয়ারি ২০২৪, ২১:৪৭

নির্বাচন থেকে তার সরে দাঁড়ানোর চিন্তা নেই জানিয়ে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ভোটের পর পরিস্থিতি দেখে পদক্ষেপ নেওয়া হবে।

শুক্রবার (৫ জানুয়ারি) রাতে রংপুর নগরীর সেনপাড়া এলাকায় স্কাই ভিউ বাস ভবনে সাংবাদিকদের কাছে নির্বাচনে থাকা না থাকা নিয়ে চূড়ান্ত সিন্ধান্তের কথা জানালেন জাপা চেয়ারম্যান।

এর আগে সোমবার জিএম কাদের বলেছিলেন, নির্বাচনে রয়েছি, শেষ পর্যন্ত থাকব কি না তা এখন বলতে পারছি না। আমরা শেষ পর্যন্ত অপেক্ষা করছি এবং পর্যবেক্ষণ করছি। এ নিয়ে শুরু হয়েছিলো আলোচনা।

জিএম কাদের বলেন, বিএনপি হরতাল ডেকেছে– তাদের রাজনৈতিক কর্মসূচি। এটি তাদের অধিকার। তবে রংপুর অঞ্চলের মানুষ নির্বাচনমুখী। তারা ভোট দিতে চায়। ভোটাররা মনে করে এবার জাতীয় পার্টি তাদের প্রত্যাশা পূরণে সহায়তা করতে পারবে।

এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, মহানগর জাতীয় পার্টির সহসভাপতি লোকমান হোসেন, জাহিদুল ইসলামসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

নয়াশতাব্দী/একে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ