জয়পুরহাটে কয়েকদিন ধরে তাপমাত্রা কমতে শুরু করেছে। তীব্র শীতে কাঁপছে জয়পুরহাট। শুক্রবার (৫ জানুয়ারি) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তীব্র এই শীতে ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এদিন ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক প্রেসক্লাবের সহ-সভাপতি প্রবাসী সাংবাদিক শেখ সিরাজুল ইসলাম। তারই সহায়তায় শুক্রবার বেলা ১০টায় জয়পুরহাট রেলস্টেশনে শতাধিক ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
কর্মকার পাঠাগারের আয়োজনে প্রধান অতিথি হিসেবে এই শীতবস্ত্র বিতরণ উদ্বোধন করেন জেলা আঞ্জুমান মুফিদুল ইসলামের সভাপতি সাংবাদিক আবুবকর সিদ্দিক।
এসময় উপস্থিত ছিলেন মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব রবিউল ইসলাম সোহেল, ক্যাবের সভাপতি আ. সালাম, নারী উদ্যোক্তা মলি আকতার ও মুক্তা।
নয়া শতাব্দী/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ