সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

আগুনে পুড়ল স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের বাড়ি

প্রকাশনার সময়: ০৫ জানুয়ারি ২০২৪, ১৮:৩৭

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের সালথায় স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থকের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) দিবাগত রাতের কোনো এক সময়ে উপজেলার গট্টি ইউনিয়নের লক্ষণদিয়া পশ্চিম পাড়া চন্ডির ভিটা এলাকার মৃত এলেম মাতুব্বরের ছেলে মো. আওয়াল মাতুব্বরের বাড়িতে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী আওয়াল মাতুব্বর বলেন, আমার এক ছেলে প্রবাসী এবং এক ছেলে অনার্সে পড়ে। ছেলে-মেয়ের লেখাপড়ার সুবাদে আমরা ফরিদপুরে থাকি। প্রবাস থেকে আমার ছেলে বাড়িতে এসেছে। নির্বাচনে তারা দুজনেই ঈগল পাখি মার্কার সমর্থনে কাজ করছে। গতকাল নির্বাচনে ক্যাম্পিং করার সময় লাবলু চেয়ারম্যানের ভাই আবুল হোসেন ৫০/৬০ জন লোক নিয়ে মারপিট করার উদ্দেশ্যে ধাওয়া করে আমার ছেলেদের এলাকা ছাড়া করে। এরপর আমি রাত সাড়ে ৩টার দিকে খবর পাই আমার বাড়িতে আগুন লেগেছে। আমি এসে দেখি বিদ্যুতের তার খুলে রেখে পরিকল্পিতভাবে বাড়িতে আগুন দেওয়া হয়েছে। আমার ছেলে প্রবাসে থাকে, আমরা মাঝে মাঝে বাড়িতে এসে থাকি। বাড়িতে সকল মালামাল ছিল। এই ঘটনায় আমার প্রায় ৫ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে।

তিনি আরও বলেন লাবলু চেয়ারম্যান ও তার ভাই আবুল হোসেনের নেতৃত্বেই আমার বাড়িতে আগুন দেওয়া হয়েছে। তারা আমার ছেলেদের ঈগলের নির্বাচন করতে নিষেধ করেছে। আমি এ ঘটনার বিচার আল্লাহ পাকের উপর ও পুলিশ প্রশাসনের উপর ছেড়ে দিয়েছি।

স্থানীয় কয়েকজন জানান, আওয়াল মাতুব্বরের পরিবারের কেউ বাড়িতে থাকেন না। রাত তিনটা সাড়ে তিনটার দিকে প্রচণ্ড শব্দে ঘুম ভেঙে গেলে বের হয়ে আগুন দেখে চিৎকার দেই। এর পর ফায়ার সার্ভিসের লোকজন আসে তবে তার আগে সব পুড়ে শেষ। কিভাবে আগুন লাগল তা বলতে পারব না। শীতের দিন আমরা ঘুমিয়ে ছিলাম। আমরা এই ঘটনার বিচার চাই।

গট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান লাবলু বলেন, ওর বাড়ি ও পুড়িয়েছে, ও নিজে মার্ডার করে মানুষের নামে মামলা দেয়। এই নোংরা রাজনীতি আমি করি না। ও আগে আমার ভাতিজা ছিল। এখন ভাতিজা নেই। মানুষ বউ ছেড়ে দেয় তিন তালাক, আমি ওদের দিয়েছি ছয় তালাক। আপনি নিউজ ঘুড়িয়ে দিয়ে পরে আমার সাথে দেখা কইরেন।

সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান (পিপিএম) বলেন, খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আনিছুর রহমান বালী বলেন, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়েছি, এই বিষয়ে সালথা থানা পুলিশকে তদন্তের নির্দেশনা দেওয়া হয়েছে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ