পিরোজপুরের কাউখালীতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) বিকেরে উপজেলার নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির শাখার সভাপতি মনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট শারীরিক কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা প্রফেসর শাজাহান মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুরের সরোয়ারদী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল জলিল আকন, কাউখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কমিটির সহ-সভাপতি মোবাশ্বের হোসেন, সাধারণ সম্পাদক কৃষ্ণ কান্ত নাথ, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির উপদেষ্টা মাস্টার সেলিম মুজাহিদ প্রমুখ।
উল্লেখ্য, সম্প্রতি মো. মনোয়ার হোসেন মিয়াকে সভাপতি ও কৃষ্ণ কান্ত নাথকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি কাউখালী উপজেলা শাখার কমিটি গঠন করা হয়।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ