কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এনজিও সংস্থা পরিচালিত একটি শিক্ষাকেন্দ্রের শিক্ষককে গুলি করে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ৪নম্বর ক্যাম্পের সি/১ ব্লক থেকে এই শিক্ষককে ধরে নিয়ে একই ক্যাম্পের ডি/৭ ব্লকে তাকে হত্যা করা হয়।
নিহত মোহাম্মদ ফয়সাল (২৭) ৪নম্বর ক্যাম্পের সি/২ ব্লকের মোহাম্মদ রফিকের ছেলে এবং ওই ক্যাম্পের ব্রাক পরিচালিত শিক্ষাকেন্দ্রের সিএম বা শিক্ষক।
১৪ এপিবিএনের সহ-অধিনায়ক পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল এ তথ্য নিশ্চিত করে জানান, ফয়সাল সি/১ ব্লকের একটি শেডে রোহিঙ্গাদের প্রাইভেট পড়ানোর সময় ১০/১২ জন মুখোশধারী সন্ত্রাসী গিয়ে তার মোবাইল ফোনটি নেন। এরপর ফোনের লক খুলে মোবাইল ফোনটি চেক করে সন্ত্রাসী গোষ্ঠিবিরোধী কিছু তথ্য পাওয়ায় ফয়সালকে ধরে নিয়ে যাওয়া হয়। পরে ডি/৭ ব্লকের রাস্তার পাশে তাকে মাথায় গুলি করে সন্ত্রাসীরা পালিয়ে যায়। খবর পেয়ে এপিবিএন সদস্যরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি জানান, ঘটনার পর ক্যাম্পে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্ণিত ঘটনার সাথে জড়িতদের চিহ্নিতপূর্বক গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। বর্তমানে ক্যাম্প এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ