জমি নিয়ে বিরোধের জেরে কক্সবাজারের রামুতে ছোট ভাইয়ের বিরুদ্ধে বড়ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছোট ভাই পালিয়ে গেলেও তার স্ত্রীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (০৫ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের কম্বনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আয়ুব আলী (২৫) ওই এলাকার মৃত বশির আহমদের ছেলে। তার ছোট ভাইয়ের নাম মো. ইয়াছিন। তারা দুজনেই পশুচিকিৎসক ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে আয়ুব আলীর সাথে আপন ছোটভাই মো. ইয়াছিনসহ তার মায়ের সাথে নানা ঝামেলা চলে আসছিল। বিষয়টি নিয়ে একটি মামলাও চলমান রয়েছে তাদের মধ্যে। এই সমস্যা সমাধানে একাধিকবার কথা বলেও বিরোধ নিষ্পত্তি করতে পারেনি স্থানীয়রা। শুক্রবার সকালে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া বাধে। এক পর্যায়ে দা দিয়ে বড়ভাই আয়ুব আলীর শরীরে কয়েকটি কোপ দেয় ইয়াছিন। এতে ঘটনাস্থলেই মারা যান আয়ুব। পরে ইয়াছিন পালিয়ে গেলেও স্থানীয়রা তার স্ত্রীকে আটক করে পুলিশে সোপর্দ করে।
রামু থানার ওসি আবু তাহের দেওয়ান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ছোটভাই ইয়াছিন পালিয়ে গেলেও তার স্ত্রীকে আটক করা হয়েছে। ইয়াছিনকে আটকের জন্য অভিযান চলমান রয়েছে।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ