নির্বাচনের তিনদিন আগে টাঙ্গাইলের গোপালপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) জিয়াউল মোর্শেদকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
এরআগে দ্বাদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য ওই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করার জন্য নির্বাচন কমিশন থেকে নির্দেশ দেয়া হয়।
শুক্রবার (০৫ জানুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মতিউর রহমান।
নির্বাচন কমিশনের উপসচিব (চলতি দায়িত্ব) মো. মিজানুর রহমান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, দ্বাদশ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে গোপালপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. জিয়াউল মোর্শেদকে প্রত্যাহার করে সেখানে অন্য একজন কর্মকর্তাকে পদায়ন করার জন্য নির্দেশ দেয়া হয়।
এরআগে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের আওয়ামী লীগের স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু ওই ওসির বিরুদ্ধে নির্বাচন কমিশন বরাবর লিখিত অভিযোগ দেন।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ