মেহেরপুর সদর উপজেলার দিঘির পাড়া গ্রামের মাঠ থেকে মিজানুর রহমান মিলন নামে প্রবাসফেরত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (০৫ জানুয়ারি) সকাল ১০টার দিকে সদর থানা পুলিশের একটি টিম এ মরাদেহ উদ্ধার করে।
নিহত মিজানুর রহমান মিলন দিঘির পাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।
নিহতের বাবা নজরুল ইসলাম জানান, তার ছেলে দীর্ঘদিন ধরে প্রবাসে ছিল। মাস দুয়েক হলো দেশে ফেরত আসে। দেশে এসে তার পাঠানো টাকা নিয়ে তার স্ত্রীর সাথে কলহ তৈরি হয়। পরে তার স্ত্রী বাবার বাড়ি চলে যায়। মিলনের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। আজ (শুক্রবার) ভোরে মিলন বাড়ি থেকে বের হয়। এরপর মিলনের খোঁজ না পেয়ে সকালে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। স্থানীয় কৃষকরা মাঠের মধ্যে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।
অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল রিপোর্ট করার জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্টের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ