ঢাকা, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

টাঙ্গাইল- ৭ আসনে দুই আ.লীগ নেতার হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

প্রকাশনার সময়: ০৪ জানুয়ারি ২০২৪, ২২:৩৬

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জমজমাট হয়ে উঠেছে টাঙ্গাইল-৭ মির্জাপুর সংসদীয় আসন। নির্বাচনের দিন যতো ঘনিয়ে আসছে নির্বাচনী আমেজ ততোই বৃদ্ধি পাচ্ছে। এই আসনে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আশা করছেন ভোটার ও উভয়পক্ষের সমর্থকরা।

আ.লীগের দুই প্রার্থী থাকায় দোটানায় পড়েছেন ভোটাররা। আটজন প্রার্থী থাকলেও আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থী ছাড়া অন্য প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করলেও নির্বাচনী দৌঁড়ে তারা অনেকটাই পিছিয়ে। তবে এই দুই প্রার্থী ছাড়াও প্রচার-প্রচারণায় অংশ নিতে দেখা গেছে কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী (লাঙল) আরমান হোসেন তালুকদার তাপস ও জাকের পার্টির প্রার্থী (গোলাপ ফুল) মোক্তার হোসেনকে।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (নৌকা) টাঙ্গাইল জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক খান আহমেদ শুভ। তিনি বর্তমান সংসদ সদস্য। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আ.লীগের বর্ষীয়ান নেতা স্বতন্ত্র প্রার্থী (ট্রাক) বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু। তিনি উপজেলা

পরিষদের টানা তিনবারের চেয়ারম্যান ছিলেন। তিনি তার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে নির্বাচনে অংশ নিয়েছেন। মূলত আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর কারণেই জমে উঠেছে এ আসনের নির্বাচন।

মির্জাপুর সদরের ব্যবসায়ী মুক্তা স্টুডিও’র মালিক শামীম বলেন, সংসদ নির্বাচনে বিএনপি আসে নাই, তাতে নির্বাচনে কোনো ক্ষতি হবে না। আমি মনে করে এটি একটি গঠনমূলক নির্বাচন হবে। যে ব্যক্তি মডেল, মাদকমুক্ত মির্জাপুর উপহার দিবে তাদেরকেই আমরা স্বতস্ফূর্তভাবে ভোটের মাধ্যমে নির্বাচিত করবো।

অপর এক ফল ব্যবসায়ী বলেন, যে প্রার্থী সাধারণ জনগণের কথা বলবে, তাদের নিয়ে ভাববে এমন যোগ্য প্রার্থীকে আমরা ভোট দেবো।

আওয়ামী লীগের প্রার্থী খান আহমেদ শুভ বলেন, বাংলাদেশের আঠারো কোটি মানুষের মধ্যে একমাত্র আস্থার নাম হচ্ছে শেখ হাসিনা। তিনি আ.লীগের প্রার্থী হিসেবে আমাকে এ আসনে পাঠিয়েছেন। আমি কয়েকদিন যাবত নির্বাচনী প্রচারণায় ঘুরে ঘুরে সকলের কাছ থেকে যে সাড়া পেয়েছি তাতে শতভাগ আশাবাদী নির্বাচনে এ আসনে নৌকা সর্বোচ্চ ভোটের ব্যবধানে নৌকা বিজয়ী হবে।

ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মীর এনায়েত হোসেন মন্টু বলেন, এ নির্বাচনে আমাদের স্লোগান হটাও টাঙ্গাইল, বাঁচাও মির্জাপুর। সারা মির্জাপুরবাসী আমাকে নির্বাচনে দাঁড় করিয়েছেন। আমি শতভাগ আশাবাদী এ নির্বাচনে আ.লীগের প্রার্থীকে পরাজিত করে বিপুল ভোটে বিজয়ী হবো ইনশাল্লাহ এবং মির্জাপুর থেকে অপরাজনীতির শিকড় উঠিয়ে একটি সুন্দর, স্মার্ট উপজেলা উপহার দেবো।

নির্বাচনকে অবাধ, সুষ্ঠু করতে সকল ভোটারকে নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে ভোট দেওয়ারও আহ্বান জানান তিনি।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ